রাজগঞ্জ, ৩০ অক্টোবরঃ শিলিগুড়ি টাইমসের খবরের জের, ফুলবাড়ির দুঃস্থ অসহায় তিন ভাইয়ের সাহায্যের জন্য এগিয়ে এলেন সমাজসেবী জনাব আলী।রবিবার দুর্ঘটনাগ্রস্থ ও অসহায় বৃদ্ধ ভাইদের জন্য একমাসের খাদ্য সামগ্রী,শীতবস্ত্র সহ আর্থিক সাহায্য করলেন চুনাভাটির জনাব আলী।
প্রসঙ্গত,প্রায় ৬ মাস আগে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ক্যানেল রোডে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন ফুলবাড়ি পূর্ব ধনতলা গ্রামের প্রফুল্ল ঘোষ ও মনিন্দ্র ঘোষ।দুর্ঘটনার পর কিছু টাকা আর্থিক সাহায্য পেয়ে চিকিৎসা করালেও বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা।কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে তাদের।ছোট্ট একটি ঘরে থাকেন।সেই ঘরটিও ভাঙ্গা অবস্থায় রয়েছে।এক বেলা খেতে পারে তো আর একবেলা না খেয়েই কাটাতে হয় তাদের।এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানিয়েছিলেন।এই খবর সম্প্রচার হওয়ার পরই তাদের সাহায্যে এগিয়ে এলেন সমাজসেবী জনাব আলী।
এদিন সমাজসেবী জনাব আলী বলেন, গতকাল রাতে খবরের মাধ্যমে জানতে পারি ফুলবাড়ির পূর্ব ধনতলা গ্রামের তিনভাই খুব কষ্টের মধ্যে দিনযাপন করছে।আজ সেই বাড়িতে এসে কিছু সাহায্যে করলাম।আগামীতে এই পরিবারটিকে সব রকমভাবে সাহায্য করবেন বলে জানান তিনি।