রাজগঞ্জ, ২৫ ডিসেম্বরঃ শিলিগুড়ি টাইমসের খবরের জের, ফুলবাড়ির যাযাবর পরিবারগুলিকে সাহায্যের জন্য এগিয়ে এল শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি।
শনিবার বড়দিন উপলক্ষে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমায়দীঘি এলাকায় এসে ছোটোদের নিয়ে কেকে কেটে বড়দের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর শিলিগুড়ি টাইমসে তুলে ধরা হয়েছিল ঠান্ডায় তাঁবুর নিচে দিন কাটছে ফুলবাড়ির অন্তত ৪০ টি পরিবারের।শীত, বর্ষা, গরমের মধ্যে তাঁবুর নিচে মাটিতেই বিছানা করে থাকছে পরিবারগুলি।এরপরই তাদের সাহায্যে এগিয়ে আসে শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি।
এই বিষয়ে শিলিগুড়ির শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুজা মুক্তার বলেন, আমরা খবরের মাধ্যেম জানতে পারি যে ফুলবাড়ি এলাকার বেশকিছু পরিবার ঠান্ডায় খুব কষ্টে রয়েছে।প্রতিবছর এই দিনটি বিভিন্ন যায়গায় পালন করি।আজ এই এলাকার অসহায় পরিবারের লোকেদের নিয়ে বড়দিন পালন করা হল।এদিন শিশুদের নিয়ে কেক কেটে চকলেট দেওয়া হয়।পাশাপাশি মহিলাদের হাতে কম্বল ও ম্যাট তুলে দেওয়া হল।
এদিন উপস্থিত ছিলেন সংস্থার মুন্না গুরুং, মৌসুমী বর্মন, সুলতানা খাতুন, সঙ্গীতা গুপ্তা সহ অন্যান্যরা।