বৃষ্টিতে বেড়েছে জল, ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে মিলছে বিভিন্ন ধরনের নদীর মাছ

ফুলবাড়ি ২২ জুনঃ ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে দেখা মিলছে বিভিন্ন ধরনের নদীর মাছ।


কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে যেমন ব্যারেজে বেড়েছে জল, আর সেই জলের সাথে বেড়েছে মাছ।ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে সামনের দোকানগুলিতে দেখা মিলছে বোরোলি, নদিয়ালি, ট্যাংরা,রুই সহ বিভিন্ন প্রজাতির মাছের।বিভিন্ন জায়গা থেকে এই মাছ কিনতে আসছেন ক্রেতারা।

মানিক সরকার নামে এক মৎস্যজীবী জানান, আগের তুলনায় এখন বেশি মাছ পাওয়া যাচ্ছে। এই কয়েকদিনের বৃষ্টির ফলে নদীতে মাছ বেড়েছে। বোরোলি, নদিয়ালি, রুই কাতল সহ ভিন্ন ধরনের মাছ মিলছে এই নদী থেকে।১৫০, ২০০ এবং ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে সেই মাছ।কিন্তু তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা কম রয়েছে।


অন্যদিকে শিলিগুড়ি থেকে মাছ কিনতে আসা এক ক্রেতা জানান, এই প্রথমবার এখানে মাছ কিনতে এসেছি।ভালো ভালো নদীর মাছ পাওয়া যাচ্ছে।বৃষ্টির ফলে এই মাছ বেড়েছে।নদীর পাশ থেকেই মাছ কিনতে পেরে খুব ভালো লাগছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO