ফুলবাড়ি, ৭ মে: কল আছে কিন্তু ট্যাপ নেই।টাইমকল থেকে প্রতিনিয়ত জল পড়ে অপচয় হচ্ছে জল।যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় জলসংকট দেখা দিয়েছে।জলের জন্য হাহাকার করছেন মানুষ।সেই পরিস্থিতিতে জল অপচয়ের ছবি ধরা পড়লো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বিভিন্ন এলাকায়।
জানা গিয়েছে, ফুলবাড়ির পশ্চিম ধনতলা, পূর্ব ধনতলা, মার্ডারমোড় সহ বিভিন্ন এলাকায় টাইমকলে ট্যাপ না থাকায় প্রতিনিয়ত জল পড়ে অপচয় হচ্ছে।
এদিন স্থানীয়রা জানান, সকাল থেকেই পিএইচই’র জল আসে।বহু মানুষ জল নিয়ে যান। কিন্তু দীর্ঘদিন থেকেই টাইমকলের ট্যাপ না থাকায় জল পড়ে অপচয় হচ্ছে। যেখানে বহু মানুষ জল পাচ্ছেন না, সেখানেই জল অপচয় দেখে নিজেদের খারাপ লাগছে।একাধিকবার ট্যাপ লাগানো হলেও কেউ ভেঙে ফেলছে বা চুরি করে নিয়ে যাচ্ছে।
এই বিষয়ে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বলেন, জল আমাদের জীবন। জল এভাবে অপচয় করা ঠিক না। বিষয়টি আমি পিএইচই দপ্তরকে জানাবো।এর আগেও পিএইচই দপ্তর একাধিকবার এখানে ট্যাপ লাগিয়ে দিয়েছে। কিন্তু সেটি চুরি হয়ে যায়। আমি আবার বিষয়টি পিএইচই দপ্তরকে জানাবো।