রাজগঞ্জ, ৪ মেঃ বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় ফুলবাড়ি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বোল্ডার বোঝাই প্রায় এক হাজার ট্রাক। প্রায় দেড় মাস থেকে ট্রাকগুলি লোড অবস্থায় দাঁড়িয়ে থাকায় ট্রাকের যন্ত্রাংশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কবে আমদানি-রপ্তানি চালু হবে, সেই অপেক্ষায় দিন গুনছেন বোল্ডার ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কয়েক হাজার মানুষ।
ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত চেকপোস্ট দিয়ে প্রতিদিন দুই শতাধিক বোল্ডার বোঝাই ট্রাক বাংলাদেশে যায়।লকডাউনের জেরে ফুলবাড়ি সীমান্তে আসা বোল্ডার বোঝাই ট্রাক লোড অবস্থায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শুভঙ্কর নস্কর বলেন, ভুটান ও এপারের ট্রাক সহ প্রায় এক হাজার ট্রাক বোল্ডার বোঝাই অবস্থায় রয়েছে।এতে ট্রাকের কিছু যন্ত্রাংশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অপেক্ষায় রয়েছি।
স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল খালেক বলেন, লকডাউনের জেরে রপ্তানি বন্ধ থাকায় প্রায় ১০০ কোটি টাকার ব্যবসায় ক্ষতি হয়েছে।কিন্তু করোনা মহামারির জন্য ক্ষতিটা মেনে নিতে হচ্ছে।কারণ করোনার সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটাই প্রথম কাজ।