ফুলবাড়ি সীমান্তে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

রাজগঞ্জ,১৫ সেপ্টেম্বরঃ ফুলবাড়ি সীমান্তে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন।বৃহস্পতিবার ফুলবাড়ি সীমান্তে ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি বর্ডার ড্রাইভার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটার ও আস্থা সুপার স্পেশালিটি হাসপাতাল।


এই বিষয়ে ট্রাক ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর বলেন, আজ স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।যেখানে ট্রাক মালিক,চালক ও ব্যবসায়ীরা রক্তদান করছেন।আমাদের ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *