শিলিগুড়ি, ২ মেঃ ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি জিরো পয়েন্ট পরিদর্শন করলো ৫ সদস্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এদিন সীমান্তে বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। এরপর বিএসএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে জিরো পয়েন্টের সমস্ত দিক খতিয়ে দেখেন তারা।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের এক সদস্য বলেন, সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বাংলা-বিহার এবং ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শন করা হয়।
আজ ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করা হল।তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি নিয়ে সীমান্তে জওয়ানরা সতর্ক রয়েছে।