রাজগঞ্জ, ২১ জুনঃ কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে ফুলবাড়ি বাজারে অবস্থান বিক্ষোভে সামিল হল সারা ভারত কৃষক ক্ষেতমজদুর সংগঠন(এআইকেকেএমএস)।
সংগঠনের অভিযোগ, নতুন কৃষি আইনে কৃষকদের সর্বনাশ হবে।লাভবান হবেন পুঁজিপতি ও কোম্পানিগুলি।দেশজুড়ে কৃষকরা নতুন কৃষি আইন বাতিলের দাবিতে যে আন্দোলন করছেন, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে এদিন অবস্থান-বিক্ষোভে সামিল হন সারা ভারত কৃষক ক্ষেতমজদুর সংগঠনের সদস্যরা।
এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন এআইকেকেএমএস এর দার্জিলিং জেলার সম্পাদক আবুল কাশেম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।