রাজগঞ্জ, ৮ জানুয়ারিঃ শনিবার রাতে ফুলবাড়ির আমাইদীঘি এলাকায় একটি বেসরকারি ডিটারজেন্ট প্রস্তুতকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।পুড়ে ছাই হয়ে যায় কারখানায় রাখা বহু সামগ্রী।ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা।
জানা গিয়েছে, ডিটারজেন্ট প্রস্তুতকারী কারখানায় পাশেই রয়েছে তাদের গোডাউন।সেই গোডাউনে মূলত ডিস্ট্রিবিউটরদের স্কিমের জন্য কম্বল ও গ্রাহকদের অফারের গামলা, বালতি, মগ ইত্যাদি মজুত করা ছিল।সেখানেই প্রথমে আগুন লাগে।আগুন দেখতে পেয়েই কারখানার শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন।কিন্তু মুহুর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভয়াবহ আকার ধারণ করে।
এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন এবং পরে আরও তিনটি ইঞ্জিন গিয়ে প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
কারখানার ম্যানেজার নির্মল দত্ত বলেন, সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিটের জন্য আগুন লাগে।আগুনের খবর পেয়েই ছুটে আসি।নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি।দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।