শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ সম্প্রীতির বিশ্বকর্মা পুজো।হিন্দু মুসলিম সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোয় মাতলেন। বিশাল মণ্ডপ তৈরি করে প্রতিবছর ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়।
এবার ২৫ তম বর্ষে বিশ্বকর্মা পুজোয় বিশাল প্যাণ্ডেল ও চোখ ধাঁধানো আলোকসজ্জা মন কেড়েছে সকলের। সমস্ত ধর্মের মানুষ মিলে সাড়ে তিন হাজার ট্রাকের মালিক, ব্যবসায়ী ও কর্মাচারীরা মিলে বিশ্বকর্মা পূজার আয়োজন করেন। বিশ্বকর্মা পূজা যে এত বড় করে হয় তা ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্তে না আসলে অনেকের অজানাই থেকে যাবে। কলকাতার কুমোরটুলি থেকে এবার বিশ্বকর্মা প্রতিমা নিয়ে আসা হয়েছে। চন্দনগরের লাইট লাগানো হয়েছে।