রাজগঞ্জ, ৭ অক্টোবরঃ বুধবার ফুলবাড়ি এলাকায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
জানা গিয়েছে,বুধবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীস্থান থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন।বাংলার গ্রামীন সড়ক যোজনার মাধ্যমে জলপাউগুড়ি জেলা পরিষদের তরফে প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করা হবে।
এছাড়াও ফুলবাড়ি- ১ গ্রাম পঞ্চায়েতের বসুন্ধরা আবাসনে পার্কের সৌন্দর্যায়নের উদ্বোধন করেন তিনি।এসজেডিএ এর তরফে প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে পার্কের সৌন্দর্যায়ন করা হয়। শান্তিপাড়ার শিশুমালঞ্চ উদ্যানের সৌন্দর্যায়নেরও উদ্বোধন করেন।শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যায়ে শিশুমালঞ্চ উদ্যানের সীমানা প্রাচীর, গেট, গ্রিল ও খেলার সামগ্রী তৈরী করা হয়েছে।
অন্যদিকে, একই গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি বৈদ্যুতিক চুল্লির চত্বরে এসজেডিএ তরফে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে চায়ের স্টল ও পানিও জলের ব্যবস্থা করা হয়েছে।তার উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিডিও এনসি শেরপা, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা করাতি সহ অন্যান্যরা।