ফুলবাড়ি, ৪ আগস্টঃ ডেঙ্গি রোধে ফুলবাড়িতে বিভিন্ন যায়গায় ছাড়া হল গাপ্পি মাছ।
শুক্রবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা, পূর্ব ধনতলা, রাজীব নগর, মমতা পাড়া সহ বিভিন্ন এলাকায় নর্দমায় ছোট জলাশয়গুলোতে গাপ্পি মাছ ছাড়া হয়। এদিন গাপ্পি মাছ গুলি বিভিন্ন নর্দমায় ছাড়েন ফুলবাড়ি অঞ্চলের বিদায়ী প্রধান দিলীপ রায়।প্রায় ১২ হাজার মাছ ছাড়া হবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে ফুলবাড়ি অঞ্চলের বিদায়ী প্রধান দিলীপ রায় বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে বিভিন্ন জায়গায় গাপ্পি মাছ ছাড়া হচ্ছে।রাজগঞ্জের বিডিও অফিস থেকে প্রায় ১২ হাজার মাছ আনা হয়েছে।এই মাছ ছাড়ার পাশাপাশি এলাকার মানুষেদের ডেঙ্গি নিয়ে সচেতন করা হচ্ছে।