ফুলবাড়ি, ১৮ জানুয়ারিঃ চুরি করতে এসে দোকানে তান্ডব চালালো দুষ্কৃতীরা।ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমাড়ি মোড় এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা পরপর তিনটি দোকানের টিন ও শাটার ভেঙে ভেতরে ঢোকে। তাদের মধ্যে একটি দোকানে থাকা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। অভিযোগ, দোকানের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা জিনিসপত্র এলোমেলো করে এবং ক্ষয়ক্ষতি করে চলে যায়।
এক দোকান মালিক জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। আজ সকালে দোকান খুলতে এসে দেখি ভেতরের সব জিনিস এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খাবার সামগ্রী ও আসবাবপত্র নষ্ট করা হয়েছে। যদিও বড় কোনো জিনিস চুরি হয়নি।তিনি আরও জানান, এর আগেও একই ধরনের ঘটনা এলাকায় ঘটেছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
