ফুলবাড়ি, ৪ মার্চঃ দেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার ফুলবাড়িতে।মঙ্গলবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আমায়দিঘী এলাকা থেকে কার্তুজ ও পিস্তল উদ্ধার করা হয়।ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে স্থানীয় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন।সেইসময় একটি ব্যাগের মধ্যে লোহার কিছু জিনিস দেখতে পান।ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় মহিলার।সেই ব্যাগ থেকে উদ্ধার হয় একটি দেশী পিস্তল সহ চারটি কার্তুজ।মহিলার চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। এরপর খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে।পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ গুলি উদ্ধার করে নিয়ে যায়।গোটা ঘটনার তদন্ত শুরু করছে এনজেপি থানার পুলিশ।
এদিকে এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে।আজ আগ্নেয়াস্ত্র উদ্ধারে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।এলাকায় বাড়তি পুলিশি নজরদারির দাবি করেন বাসিন্দারা।