আগামী ১০ মার্চ ব্রিগেড সভা সফল করতে ফুলবাড়িতে দেওয়াল লিখন কর্মসূচি তৃণমূলের  

শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।তবে প্রচার চালিয়ে যাচ্ছে শাসক ও বিরোধী দল।আগামী ১০ই মার্চ কলকাতায় ব্রিগেড সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়।এই ব্রিগেড সভা সফল করতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে শাসকদলের নেতাকর্মীরা।


জানা গিয়েছে, বুধবার ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত অম্বিকানগরে দেওয়াল লিখন কর্মসূচি গ্রহণ করা।পাশাপাশি এর মধ্য দিয়ে এলাকায় প্রচার অভিযান চালানো হয়।এদিনের এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক, সহ-সভাপতি গৌতম গোস্বামী,প্রধান সুনীতা রায় চক্রবর্তী,উপ-প্রধান আনন্দ সিনহা সহ অন্যান্যরা।

এই বিষয়ে দেবাশীষ প্রামানিক জানান, রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।মানুষ সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে লোকসভা ভোটে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *