রাজগঞ্জ ৬ জুনঃ ফুলবাড়িতে ফুটপাতে থাকা দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিল পুলিশ ও স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, সোমবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রশাসন ও ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্ট এর যৌথ উদ্যোগে ফুলবাড়ি জুড়ে রাস্তার পাশে ফুটপাতে থাকা লটারি দোকান, ফল, ফাস্টফুডের দোকান সহ বিভিন্ন দোকান গুলিকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।আজ দোকানদার এই নিয়ে সতর্ক করা হয়েছে।
এই বিষয়ে শিলিগুড়ি ট্রাফিক এসিপি ইস্ট পিটি ভুটিয়া বলেন, ফুলবাড়িতে রাস্তার পাশে প্রচুর দোকান রাস্তার পাশে ফুটপাতে বসে রয়েছে।এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা।যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেইজন্য স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের নিয়ে কিছুদিন আগে আলোচনা করা হয়।আজ সেইসব দোকানদারদের সতর্ক করা হলো তারা আর রাস্তার ধারে যাতে না বসে।আগামীতে ফুটপাতে বসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি ট্রাফিক এসিপি ইস্ট পিটি ভুটিয়া, ফুলবাড়ি ট্রাফিক ওসি এস এস নেগী, ফুলবাড়ি অঞ্চল প্রধান দিলীপ রায় সহ পুলিশ কর্মীরা।