রাজগঞ্জ, ১১ নভেম্বরঃ ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের রাস্তায় যানজটে নাজেহাল সাধারণ মানুষ। পাশাপাশি সীমান্ত দিয়ে যাতায়াতকারী পর্যটকরাও একই সমস্যায় পড়েন। পুলিশের তরফে মাঝেমধ্যেই চলে অভিযান তবে অবস্থার কোনও পরিবর্তন হয় না। প্রতিদিন এশিয়ান হাইওয়ে ২ রাস্তায় কয়েকশো ট্রাক দাঁড়িয়ে থাকে।
পুজোর আগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও জলপাইমোড় ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে রাস্তা ফাঁকা করে দিলেও ফের একই সমস্যায় পড়েছেন সকলে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসন ব্যবস্থা নিলে মাঝেমধ্যে রাস্তা ফাঁকা হয় কিন্তু কিছুদিনের মধ্যেই ফের আগের অবস্থা ফিরে আসে। দেখে মনে হবে রাস্তাটা পুরো পার্কিং এ পরিণত হয়েছে।
ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর জানান, প্রশাসন ব্যবস্থা নেয়। কিন্তু তারপরেও এই সমস্যা থেকে যাচ্ছে। কি করবেন ভেবে পাচ্ছেন না। দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনই আস্থা।