ফুলবাড়িতে মহিলার সোনার চেন ছিনতাই, তদন্তে পুলিশ

ফুলবাড়ি, ২৩ মার্চঃ ফুলবাড়িতে মহিলার সোনার চেন ছিনতাই করে পালালো  দুষ্কৃতিরা।শনিবার রাতে ফুলবাড়ির রাজীবনগর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসনা সাহা নামে এক মহিলা ফুলবাড়িতে বাজার করে বাড়ি ফিরছিলেন।সেইসময় আচমকাই এক যুবক পেছন থেকে  এসে তার গলার সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়।মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।তিনি নিজেও দুষ্কৃতির পিছু ধাওয়া করেন, কিন্তু ওই যুবক দ্রুত অপর এক যুবকের সঙ্গে বাইকে চেপে  পালিয়ে যায়।এই ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

বাসনা সাহা জানান, বাড়ির সামনে রাস্তা দিয়ে আসছিলাম, তখন আচমকাই একটা শব্দ শুনে পিছনে তাকাই।তখনই এক যুবক আমার গলার চেন ছিনিয়ে পালিয়ে যায়।আমি চিৎকার করলেও বাইকে চেপে দুজন দ্রুত পালিয়ে যায়।


স্থানীয়রা জানান, ফুলবাড়িতে এই ধরনের ঘটনা এর আগে খুব একটা ঘটেনি।বর্তমানে এইসমস্ত ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। পুলিশের টহলদারি বাড়ানোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *