ফুলবাড়ি, ৮ এপ্রিলঃ জটিয়াকালী মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, গ্যাসের ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার।সোমবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাম্পাসাড়ি এলাকা থেকে স্কুটিতে করে দুজন মহিলা জটিয়াকালির এক একটি বেসরকারি হাসপাতালে আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন।জটিয়াকালি মোড়ে পৌঁছানোর পর পেছন থেকে আসা একটি গ্যাস বোঝাই ট্যাংকার স্কুটিটিকে ধাক্কা দেয়।ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দুই মহিলা।তাদের মধ্যে এক মহিলার উপর দিয়ে ট্যাংকারের চাকা উঠে যায়, ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় মহিলার।অপর মহিলাও আহত হন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা পথ অবরোধে সামিল হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনজেপি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পোস্টের বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে পুলিশ।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে।তাই এলাকায় ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তার দাবি করেন স্থানীয়রা।