ফুলবাড়ি, ১২ মেঃ রহস্যজনকভাবে নিখোঁজ মা ও মেয়ে, চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়িতে।
জানা গিয়েছে, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মমতা পাড়ার বাসিন্দা ও পেশায় টোটো চালক বিশ্বজিৎ কুণ্ডুর স্ত্রী বিউটি দাস গত ২ মে তাদের আট বছরের মেয়েকে নিয়ে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি। অবশেষে, বিশ্বজিৎ কুণ্ডু নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।