ফুলবাড়ি, ১৬ জানুয়ারিঃ পাচারের আগে ৪৩টি মহিষ উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায় একটি কন্টেইনার থেকে উদ্ধার করা হয় ২০টি মহিষ ও ২৩টি মহিষের শাবক । ঘটনায় গ্রেফতার গাড়ি র চালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্ররের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায় একটি কন্টেনারকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৩টি মহিষ । মহিষগুলি পাঞ্জিপাড়া থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত চালককে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।