ফুলবাড়ি, ৭ এপ্রিলঃ ফুলবাড়িতে পথসভা করলো ডিওয়াইএফআই।শুক্রবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি মোড়ে পথসভা করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি।
জানা গিয়েছে, আগামী ১৩ই এপ্রিল বিভিন্ন দাবী দাওয়া নিয়ে অভিযান করবে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই।সেই উপলক্ষে ফুলবাড়িতে আজ পথসভা করা হয়।
এদিনের পথসভায় ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী বলেন, আগামী ১৩ এপ্রিল শিলিগুড়ি মহানন্দা ব্রিজে থেকে অভিযান শুরু হবে। দার্জিলিং জেলা সহ গোটা রাজ্যকে চুরি, দুর্নীতি,খুন মাফিয়া গিরির অন্ধকার থেকে আলোয় ফেরাতে উত্তরকন্যা অভিযানে সমস্ত যুব কমরেডদের সামিল হওয়ার কথা বলেন তিনি।
