ফুলবাড়ি, ২২ ডিসেম্বরঃ প্লাস্টিকের ডিম! ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল। ডিম খাওয়ার পর শুরু হয় পেটে ব্যাথা।যেকারনে আতঙ্কে ভুগছেন এক যুবক।ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ির নীচপাড়ার ঘটনা।
অসীম বিশ্বাস নামে এক যুবক বৃহস্পতিবার এলাকার পার্শ্ববর্তী একটি দোকান থেকে পাঁচটি ডিম কিনে আনেন। দুটি ডিম সেদ্ধ করার পর একটু অন্যরকম মনে হলেও খেয়ে ফেলেন তিনি। খাওয়ার কিছুক্ষণ বাদেই তার পেটে ব্যথা শুরু হয়। যদিও ওষুধ খাওয়ার পর ব্যথা কমে যায়।আজ সকালে ফের বাকি তিনটি ডিম সেদ্ধ করে দেখেন প্লাস্টিকের মতো মনে হচ্ছে। প্রতিবেশীদের বিষয়টি দেখালে তারাও প্লাস্টিকের ডিম বলে সন্দেহ প্রকাশ করেন।
যুবক জানান, ডিমের কুসুম সাধারণ ডিমের থেকে বেশি লাল। এছাড়া আগুনে দিলে সেই ডিম পুড়ে যাচ্ছে এবং প্লাস্টিকের গন্ধ বের হচ্ছে।
ঘটনার পর থেকে এলাকায় প্লাস্টিকের ডিমের আতঙ্ক ছড়ায়। বাসিন্দারা চাইছেন বিষয়টি প্রশাসন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।