ফুলবাড়ি, ১৬ জুনঃ বাড়ির কাউকে কিছু না জানিয়ে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের।মৃতের নাম আবির নন্দী।বয়স ১২ বছর।ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের শান্তিপাড়া এলাকার বাসিন্দা ছিল কিশোর।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পেতে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বন্ধুদের সঙ্গে একটি পুকুরে স্নান করতে নামে আবির।সেখানেই স্নান করার সময় আচমকা জলে তলিয়ে যায় সে।খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ।তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা আবিরকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার ফুলবাড়ি এক নম্বর অঞ্চল সভাপতি ধীরেশ রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য রিতা দেবী সহ একাধিক জনপ্রতিনিধি মৃত শিশুর বাড়িতে পৌঁছে পরিবারের প্রতি সমবেদনা জানান।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
