ফুলবাড়িতে বর্ণাঢ্য র‍্যালি সংযুক্ত মোর্চার প্রার্থী দিলীপ সিং এর

রাজগঞ্জ, ১৩ এপ্রিলঃ ফুলবাড়িতে বর্ণাঢ্য র‍্যালি করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী দিলীপ সিং।


মঙ্গলবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালি থেকে বানিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার র‍্যালি করেন দিলীপ সিং।এদিনের র‍্যালিতে প্রচুর সিপিআইএম ও কংগ্রেসের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

এই বিষয়ে দিলিপ সিং বলেন, আজ জটিয়াকালি থেকে বানিয়া পাড়া পর্যন্ত র‍্যালি করছি।মানুষের অনেক সাড়া মিলছে।আমরা জিতবো এই এলাকার মানুষ প্রমান করে দিচ্ছে।আমারা বিপুল সমর্থন পাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *