শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ ফুলবাড়িতে একটি ফার্মে একের পর এক সোনালী মুরগির মৃত্যু।মৃত্যু নিয়ে ধন্দে পশু চিকিৎসক থেকে মুরগি ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, শনিবার দুপুর অবধি প্রায় ১২০০ মুরগির মৃত্যু হয়েছে।গত দুবছর ধরে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের কামরাঙ্গাগুড়ি এলাকার বাসিন্দা গৌতম পটুয়া ঋণ নিয়ে নিজের বাড়িতেই ফার্ম তৈরি করে সোনালি মুরগি পালন করছেন।মুনাফাও হচ্ছিল বেশ।তবে হঠাৎই এক রাতেই মধ্যে কয়েকশো মুরগির মৃত্যু হওয়ায় চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও তার পরিবার।
ব্যবসায়ী গৌতম পটুয়া জানান, মুরগির ব্যবসা করেই তাদের সংসার চলে।হঠাৎ করে মুরগির মৃত্যু হওয়ায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।