রাজগঞ্জ, ১৫ ডিসেম্বরঃ ফুলবাড়িতে সভা করল অল ইন্ডিয়া মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ।বুধবার ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার নতুনহাটে উদ্বাস্তু শ্রেণীর মানুষদের নিয়ে এই সভা করা হয়।
অল ইন্ডিয়া মতুয়া,নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রঞ্জিত সরকার বলেন, মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তুদের আগে নথি সহ বিভিন্ন সমস্যা ছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যাগুলি অনেকটা দূর করেছেন।সে বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি সবাই যাতে ওই সুবিধাগুলি নিতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের রাজ্য কমিটির চেয়ারম্যান রঞ্জিত সরকার, মতুয়া মহাসঙ্ঘের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য রঞ্জন সরকার, উদ্বাস্তু সেলের অঞ্চল কমিটির সদস্য সঞ্জীবন সরকার, গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় সহ অন্যান্যরা।