ফুলবাড়ি, ২০ এপ্রিলঃ এক রাতেই পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়িতে।ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকার ঘটনা।
জানা গিয়েছে, এলাকার ওই তিনটি বাড়ি থেকে নগদ টাকা, তিনটি মোবাইল, একটি সাইকেল ও জলের পাম্প চুরি হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেও ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। ঠিক তার কিছুদিনের মধ্যেই ফের চুরির ঘটনা ফুলবাড়িতে।আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ।