রাজগঞ্জ,৬ এপ্রিলঃ ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য।
ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির সবাই কর্মসূত্রে বেড়িয়ে যায়।এরপর রাতে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে এবং আলমারি ভেঙে নগদ কয়েক হাজার টাকা সহ ঘরে থাকা একটি ড্রিল মেশিন ও একটি ওয়েল্ডিং মেশিন নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।

