রাজগঞ্জ, ২৩ জুনঃ প্রশাসনিক বৈঠকের পরও ফুলবাড়িতে মহাসড়কের জমিজটের সমাধান হল না।বুধবার ফুলবাড়ির জমিজট নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয়।বৈঠকে রাজ্য সরকারের তরফে প্রশাসনের আধিকারিকরা এবং জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা উপস্থিত ছিলেন।দীর্ঘক্ষন বৈঠক হলেও জমিজট কাটেনি।
জমি জটের কারণে ফুলবাড়ি ব্যারেজ থেকে জটিয়াকালি পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার কাজ প্রায় দুই বছর থেকে বন্ধ রেখেছে হাইওয়ে কর্তৃপক্ষ।ফুলবাড়ি এলাকায় দুই শতাধিক জমিদাতা আছেন।কিন্তু মহা সড়কের জন্য জমি দাতাদের যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা মনোপুত না হওয়ায় বেশ কয়েকজন জমিদাতা হাইকোর্টে মামলা করেছেন।কয়েকজন আর্বিট্রেশন এ আবেদন করেছেন।ওই আবেদনের ভিত্তিতে আর্বিট্রেশন কর্তৃপক্ষ একটি মূল্য নির্ধারণ করে দিয়েছেন।কিন্তু হাইওয়ে কর্তৃপক্ষ তা মানতে রাজি নয়।ফলে রাস্তার কাজ বন্ধ রয়েছে।
এদিন সমাধানের উদ্দেশ্যে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমিদাতাদের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক করা হয়।কিন্তু মহাসড়ক কর্তৃপক্ষ আর্বিট্রেশনের নির্ধারিত মূল্য দিতে রাজি না হওয়ায় জমি জট রয়ে গেল।
বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক(ভূমি সংস্কার বিভাগ)রঞ্জন কুমার চক্রবর্তী, ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার পিনাকী সেন গুপ্ত,এনএইচএআই এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজীব কুমার, বিডিও এন সি শেরপা সহ অন্যান্যরা।