ফুলবাড়িতে অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল তৃণমূল

রাজগঞ্জ, ১৬ জুনঃ ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোরপাকড়ি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম।রাজমিস্ত্রির কাজ করতেন তিনি।কিন্তু কিছুদিন আগে কাজে যাওয়ার সময় গোড়ামোড়ে পথ দুর্ঘটনার শিকার হন তিনি।ঘটনায় গুরুতর জখম হন তিনি।বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।তার পরিবারে স্ত্রী,সন্তান এবং বৃদ্ধ বাবা-মা রয়েছেন।


এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থ থাকায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।বুধবার ওই অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী এবং আর্থিক সাহায্য তুলে দেয় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ব্লক কমিটি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক,গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়, কালাউদ্দিন মহম্মদ, যুব সভাপতি বিপ্লব সিংহ সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *