রাজগঞ্জ, ২৭ মেঃ ফুলবাড়িতে বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ২.৬ কিলোমিটার পাকা রাস্তার নির্মাণকার্যের শুভ উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের চেকপোস্ট থেকে কাঞ্চনবাড়ি মেইন ক্যানেল রোড পর্যন্ত এই রাস্তা তৈরি হবে।জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে।
মন্ত্রী গৌতম দেব বলেন, করোনা আবহের মধ্যেই আমরা এই রাস্তার কাজ শুরু করছি।স্থানীয় শ্রমিকরা কাজ করবেন।তবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে বলা হয়েছে।বরাত পাওয়া এজেন্সিকে ৬ মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।