রাজগঞ্জ, ১৩ মে: ফুলবাড়িতে সরকারি রাস্তার জন্য জমি দিলেন বাসিন্দারা।যার জেরে প্রায় এক বছর থেকে থমকে থাকা কাজ পুনরায় শুরু হয়।
জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের আমাইদিঘী থেকে কাঞ্চনবাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়।বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু ১৮ ফুট চওড়া রাস্তা করতে বেশ কয়েকটি বাড়ির একাংশ ভাঙতে হওয়ায় স্থানীয়রা কাজে বাধা দেন।ফলে রাস্তার কাজ থমকে যায়।গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ওই পরিবারগুলির সঙ্গে একাধিকবার বৈঠক করার পর ফের রাস্তার কাজ শুরু হল।পরিবারগুলি বিনা শর্তে ক্ষতি মেনে নেন বলে জানা গিয়েছে।
গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় নিজে দাঁড়িয়ে থেকে কাজ শুরু করান।তিনি বলেন, অনেক চেষ্টা করে পরিবারগুলিকে বোঝানো সম্ভব হয়।পরিবারগুলি নিজেদের সম্পত্তির ক্ষতি মেনে নেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই।