রাজগঞ্জ ৯ সেপ্টেম্বরঃ ফুলবাড়ির আমাইদিঘি এলাকা থেকে উদ্ধার হল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি ফুলবাড়ি এলাকায় ঘুরে বেড়াতো।শুক্রবার সকালে আমাইদীঘি এলাকায় তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।মৃতের একটি চোখ উপড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।