উপনির্বাচনে ছয় আসনেই জয়, ফুলবাড়িতে বিজয় উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের

ফুলবাড়ি, ২৩ নভেম্বরঃ উপনির্বাচনে ছয় আসনেই জয় তৃণমূল কংগ্রেসের, ফুলবাড়িতে বিজয় উল্লাস কর্মী সমর্থকদের।


রাজ্যের ছয়টি আসন সিতাই,নৈহাটি, মাদারিহাট,তালড্যাংরা, মেদিনীপুর ও হাড়োয়া উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে আজ।সেই ছয়টি আসনের মধ্যে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সবকটি আসনে তৃণমূল জয়ী হতেই শনিবার সন্ধ্যায় ফুলবাড়ি বটতলা মোড়ে ফুলবাড়ি ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মাতেন।

বাজি ফাটিয়ে ও সবুজ আবির খেলে বিজয় উল্লাস করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom