রাজগঞ্জ, ১৮ ফেব্রুয়ারিঃ জাপানের মিয়াওয়াকি পদ্ধতিতে কৃত্রিম বন তৈরি করবে রাজ্য সরকার।ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাবাড়ি এলাকায় জোড়াপানি নদীর পাশে প্রায় ২৭ বিঘা জমিতে এই প্রকল্প করা হবে।
মঙ্গলবার জমি পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।তিনি বলেন, জাপানের মিয়াওয়াকি পদ্ধতিতে বন তৈরি করা হবে ব্যাঙ্গালোরের এ ফরেস্ট নামে একটি সংস্থা উন্নত টেকনোলজিতে বন তৈরি করে।ওই পদ্ধতিতে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে।ওই সংস্থা হাওড়ায় এধরনের একটি বন তৈরি করছে।তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এই বন তৈরি করবে সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশন।এনআরজিএস, পর্যটন দপ্তর এবং জেলা পরিষদের সহযোগিতায় সীমানা প্রাচীর, নদীর পাড় বাধানো, নদী সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে।তবে পিকনিক করতে দেওয়া হবে না।
এদিন পর্যটন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুনীল আগরওয়াল, পার্কস ও কানন বিভাগের উত্তরবঙ্গের ডিএফও অঞ্জন গুহ, সোশ্যাল ফরেস্ট্রি বিভাগের ডিএফও এঞ্জেলা ভুটিয়া, রাজগঞ্জের বিডিও এন সি শেরপা, বিএলআরও রুপকচন্দ্র ভাওয়াল, জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক, গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় সহ অন্যান্যরা।