শিলিগুড়ি, ১৭ জানুয়ারিঃ জৈবিক পদ্ধতিতে ফুলকপি চাষ করে সাফল্য পেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট(কোফাম)।
কোফামের এক অধিকর্তা জানান, জৈবিক উপায়ে পুরোনো মাটি এবং জৈব সার ব্যবহার করে ফুলকপি চাষ করা হয়েছে।একেকটি ফুলকপি প্রায় ৯ থেকে ১০ কিলো ওজন।
অধিকর্তারা জানান এই ফুলকপি খেলে কোনোরকম ক্ষতির মুখে পড়বেন না মানুষ।এছাড়াও বাজারের দামের থেকে কম দামে পাওয়া যাবে এই ফুলকপি।