ফাঁসিদেওয়া, ২৪ এপ্রিলঃ গ্রামের সকলে যখন বিভিন্ন ধরণের শাকসবজি চাষ করছেন তখন গাঁদা ফুল চাষ করেই লাভবান হচ্ছেন ফাঁসিদেওয়ার অনিল দাস।শুধুমাত্র শীতকালে নয় বছরের বারো মাসেই গাঁদা ফুলের চাষ করেই সফল হয়েছেন ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের টাওয়াজোত গ্রামের ফুল চাষী অনিল দাস।
জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষি প্রধান এলাকা।এখানকার মানুষ সারা বছরেই চাষাবাদের সঙ্গে যুক্ত থাকেন।প্রায় দুই বিঘা জমির উপর গত ১৫ বছর ধরে গাঁদা ফুল চাষ করে আসছেন অনিল দাস।
তিনি জানান, বাজার ভালো থাকলে গাঁদা ফুলের দাম ভালো পাওয়া যায়।ফুল যেহেতু একটি প্রয়োজনীয় বস্তু তাই এর চাহিদাও থাকে সারা বছর।এই গাঁদা ফুলের বাগানে সারা বছরে কাজ করছেন বেশ কয়েকজন মহিলা।তারা কেজি ধরে ফুল তুলে কিছু পারিশ্রমিক পান।
অন্যদিকে ওই গ্রামেরই আরও বেশ কয়েকজন মহিলা ওই ফুল গুলি দিয়ে গাঁদা ফুলের মালা তৈরি করেন। সেই মালা বিক্রি করা হয় শিলিগুড়ির বাজারে।