জলপাইগুড়ি,১৪ জুনঃ ফুল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়ায়।মৃত মহিলার নাম আরতি দাস(৫০)।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে ঝড়ে এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আসেনি বলে অভিযোগ।এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও পুজোর জন্য ফুল তুলতে যান আরতি দেবী।সেইসময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি।ঘটনাস্থলেই মারা যান।পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।ঘটনার পরই বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ওপরে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা।তাদের অবহেলার জন্যই দুর্ঘটনা বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মৃতার আত্মীয় ফুলচাঁদ দাস বলেন, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এমন ঘটনা ঘটলো।বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।
বিদ্যুৎ দফতরের আধিকারিক দীপেশ কুমার নায়েক বলেন, খবর পেয়েই বিদ্যুৎ দফতরের কর্মীরা এসেছেন।দফতরের নিয়মে মেনে কাজ করা হবে।
মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।