শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এবং একটি বেসরকারি স্কুলের সহযোগিতায় ফান রান ম্যারাথন দৌড়ের আয়োজন করা হল।এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দর্শিল সাফারি।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চর্তুবেদী, অভিনেতা দর্শিল সাফারি পতাকা দেখিয়ে ফান রান দৌড় শুরু করান।এই ফান রানে শিলিগুড়ির বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে।
শিশুদের সুস্থতা এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ফান রানের আয়োজন করা হয়েছে।