শীত পড়তেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে

ফুলবাড়ি, ২১ নভেম্বরঃ শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে।উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজে।


স্থানীয়রা জানান, প্রতিবছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখিদের দেখা যায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়৷এবার শীতের শুরুতেই পাখিরা আসতে শুরু করেছে।এখনও পর্যন্ত আমরা বেশ কয়েক রকমের পাখি দেখতে পেরেছি।শুনেছি এরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে।বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে খুব ভালো লাগছে।পাখিগুলোর যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকেও আমরা খেয়াল রাখি।প্রতিদিন নানান জায়গা থেকে বহু মানুষ আসেন এই পাখি দেখার জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *