শিলিগুড়ি,৯ নভেম্বরঃ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা রায়ের।বৃহস্পতিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
গত সোমবার জ্বর সহ একাধিক শারীরিক সমস্যা নিয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পা রায়।মঙ্গলবার সকালে সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই মৃত্যু হয় তাঁর।পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন থেকেই জ্বর ছিল।এরপর নার্সিংহোমে ভর্তি করা হয়।সেখান থেকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল।প্লেট কমে গিয়েছিলো বাপ্পার।সঠিকভাবে চিকিৎসা না হওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার পরই নড়েচড়ে বসে শিলিগুড়ি পুরনিগম।গোটা এলাকায় সাফাই অভিযান চালানো হয়। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের দিয়ে বাড়ি-বাড়ি সার্ভে চালানো হয়। বৃহস্পতিবার মৃতের বাড়ি যান মেয়র গৌতম দেব।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তিনি।পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা খুবই দুঃখজনক মৃত্যু। আমরা আপ্রাণ চেষ্টা করছি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য-সচেতনতা বজায় রাখার। এর আগেও ডেঙ্গু নিয়ে আমরা অনেক সচেতনতা বার্তা দিয়েছি।
অন্যদিকে মেয়রের পাশাপাশি এদিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও বাপ্পা রায়ের বাড়ি যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।তিনি বলেন, এই ঘটনার পর শিলিগুড়ি পুরনিগমকে আরও সতর্ক হতে হবে। ডেঙ্গু প্রবণ এলাকাগুলিকে আরও বেশি করে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা উচিত।