শিলিগুড়ি, ১৮ জুলাইঃ মধ্যপ্রদেশের বক্সওয়াহা ফরেস্টে হীরের খনির জন্য প্রায় আড়াই লক্ষ গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।এর প্রতিবাদে সবর হয়েছে গোটা দেশ।
শিলিগুড়িতেও প্রতিবাদে সরব হয়েছে হেল্পিং হ্যান্ড রিলিফ ফাউন্ডেশন।এদিন গাছ কাটার প্রতিবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে রঞ্জিত গুপ্ত বলেন, একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বনমহোৎসব পালন করা হচ্ছে।অন্যদিকে মধ্যপ্রদেশে দুই লক্ষেরও বেশি গাছ কাটা হচ্ছে।এইভাবে যদি গাছ কাটা হয় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।সেই কারণেই আজ আমরা পথে নেমে মানুষের হাতে চারা গাছ তুলে দিয়ে গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছি।