শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ এসএফ রোডে রাস্তা বড় করার কাজ শুরু করেছে পূর্ত দফতর। কয়েক কোটি টাকা খরচে রাস্তা প্রশস্তিকরণের কাজ শুরু করা হয়েছে। কিন্তু রাস্তা বড় করতে গিয়ে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এসএফ রোডে গাছ কাটার বিরোধীতায় সরব হন বিধায়ক। তাঁর সঙ্গে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, কাউন্সিলর শালিনী ডালমিয়াও ছিলেন।
বিধায়কের অভিযোগ, রাস্তা বড় করার নামে যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে শহরের পরিবেশের ক্ষতি হচ্ছে। বহু প্রাচীন গাছগুলি আইন না মেনে কাটা হচ্ছে। এসএফ রোডে যানজট হয়না। কিন্তু এরপরও অযথা টাকা খরচ করে এই রাস্তা বড় করা হচ্ছে। মেয়রের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক।
যদিও মেয়র গৌতম দেব জানান, গাছগুলি কাটা হচ্ছে না। গাছ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে পুনঃস্থাপিত করা হচ্ছে। এর আগেও অনেক জায়গায় গাছ পুনঃস্থাপিত করা হচ্ছে। এসএফ রোডের গাছগুলিকেও পুনঃস্থাপিত করা হবে।