জলপাইগুড়ি, ২ জুনঃ করোনার জেরে সোমবার থেকে শুরু হয়েছে পঞ্চম দফার লকডাউন।প্রায় আড়াই মাস ধরে লকডাউনের কারনে বন্ধ সমস্ত বিদ্যালয়।এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে নিজেদের উদ্যোগে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে গাছের নীচে স্কুল শুরু করল জলপাইগুড়ির একদল শিক্ষক।
জানা গিয়েছে, জলপাইগুড়ি ১ নম্বর ওয়ার্ডের নীচমাঠ এলাকায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে স্থানীয় শিক্ষক স্বপন বসাক ও তার শিক্ষক সহকর্মীদের সহযোগিতায় গাছতলায় সামাজিক দুরত্ব মেনে আজ থেকে শুরু হল অস্থায়ী বিদ্যালয়।আপাতত সপ্তাহে ১দিন করে প্রথম থেকে চতুর্থ শ্রেনীর ছাত্র ও ছাত্রীদের পরাবেন এই শিক্ষকরা।শিক্ষকদের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। আজ সকালে পড়তে আসা ছাত্রছাত্রীদের স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়।এছাড়াও মিড-ডে-মিলের খাওয়ার হিসেবে একটি করে বিস্কুটের প্যাকেট দেওয়া হয়।
এই বিষয়ে শিক্ষক স্বপন বসাক বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী আবেদন করেন সমস্ত শিক্ষকদের নিজ নিজ এলাকায় ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি পড়াতে।শিক্ষামন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে কিছু শিক্ষকদের নিয়ে খোলা মাঠে ছাত্র ছাত্রীদের নিয়ে পড়ানো শুরু করেছি।জেলার বাকি শিক্ষদেরও নিজ নিজ এলাকায় পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের পড়াশোনা করানোর আবেদনও করেন তিনি।