আলিপুরদুয়ার, ২৭ জুলাইঃ গদাধর নদীর ভাঙ্গনে চিন্তায় আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরি গ্ৰাম পঞ্চায়েতের পুঁটিমাড়ি এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় ৬০টি পরিবারের বাস।দীর্ঘদিন ধরে গদাধর নদীতে বাঁধ তৈরির দাবী এলাকার বাসিন্দাদের।দীর্ঘ কয়েকবছর থেকে দাবি জানিয়েও এখনও অবধি কোনো লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।
এলাকার বাসিন্দারা জানান, এলাকার অনেকের কৃষি জমি, বসতবাড়ি গদাধর নদীর গর্ভে চলে গিয়েছে।আলিপুরদুয়ার জেলাপরিষদে সভাধিপতির কাছে বহুবার আবেদন করেছি সমস্যা সমাধানের জন্য।ভোটের সময় নেতামন্ত্রীরা এসে শুধু আশ্বাস দেন কিন্ত ভোটের পরে আর সমস্যার সমাধান হয় না বলে অভিযোগ করেন তারা।শীঘ্রই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন বাসিন্দারা।
এই বিষয়ে মাঝেরডাবরি গ্ৰাম পঞ্চায়েত প্রধান বুবন রায় জানান, পুঁটিমাড়ি এলাকায় বাঁধ নির্মাণের জন্য আমরা আগেও সেচ দপ্তরকে জানিয়েছি।আবারও জানাবো।