রাজগঞ্জ, ২১ ডিসেম্বরঃ ঘন কুয়াশায় ঢাকলো রাজগঞ্জ সহ বিভিন্ন এলাকা৷ শীতের প্রথম ঘন কুয়াশার আগমন ঘটল রবিবার সকালে। এদিন ভোরে কুয়াশার চাদরে ঢেকে যায় চারিদিক।ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে চলে যানবাহন।
এদিন বিভিন্ন জায়গায় দেখা যায় শীতের হাত থেকে বাঁচতে মানুষ আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন। আবার কোথাও হাতে গ্লাস নিয়ে চা খেতে খেতে শীত উপভোগ করছেন স্থানীয়রা। শীতের আমেজে লেপ-কম্বলের উষ্ণতা ছেড়ে বাইরে বেরোতে অনীহা প্রকাশ করেছেন অনেকেই।
রাজগঞ্জ ব্লকের আমবাড়ি, রাজগঞ্জ, বেলাকোবা সহ আশপাশের সমস্ত এলাকাতেই সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। শীতের মরসুমে এই প্রথম ঘন কুয়াশার দেখা মিলল বলে জানাচ্ছেন স্থানীয়রা। যদিও কুয়াশার কারণে কিছুটা অসুবিধা থাকলেও, শীতের আগমনে খুশি সাধারণ মানুষ।
