ফাঁসিদেওয়া, ৩১ মেঃ ফের গাঁজা পাচার রুখল পুলিশ।গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ঘোষপুকুর এলাকায় অসম থেকে কলকাতাগামী একটি চার চাকার গাড়ি আটক করে তাতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে গাঁজার বস্তা।উদ্ধার হয় ৪০ কেজি গাঁজা।ঘটনাস্থলে গ্রেফতার করা হয় বীরপাড়ার বাসিন্দা অজিত মন্ডল এবং মহম্মদ রবিউলকে।
শনিবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
