শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ নিজের শরীরে পাস্টিক দিয়ে বেঁধে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গাঁজা। শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসে অভিযান চালিয়ে গাঁজা সহ পাচারকারীকে গ্রেফতার করলো বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিধাননগর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে একটি বাসে অভিযান চালায় পুলিশ।সেখানে এক ব্যক্তিকে তল্লাশি চালানো হয়।ওই ব্যক্তির শরীরে প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল গাঁজা।৬ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ।গ্রেফতার করা হয় চিরঞ্জিত করকে।ধৃত কোচবিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, দিনহাটা থেকে কৃষ্ণনগরে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা।ধৃত ব্যক্তিকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।