শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ সবজির আড়ালে গাঁজা পাচারের ছক।অভিযান চালিয়ে গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম শশী কর।শিলিগুড়ির বাঘাযতীন কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, সবজি ভর্তি ব্যাগের ভেতরে লুকিয়ে গাঁজা কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল যুবকের।তবে সেই ছক বানচাল করলো পুলিশ।যুবকের কাছে থাকা দুটি ব্যাগ থেকে পাঁচ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া গাঁজার ওজন ৩২ কিলো।ঘটনায় গ্রেফতার করা হয় শশী করকে।
পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে কলকাতায় গাঁজা পাচারের ছক ছিল যুবকের।এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
